​সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ উত্তরবঙ্গে ভারী বৃষ্টি পূর্বাভাস অনেক আগেই কলকাতা আবহাওয়া দফতর জানিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্য করে লাগাতার বৃষ্টি হচ্ছে আলিপুরদুয়ারে।বুধবার সকাল থেকে বৃষ্টি না-হলেও দুপুর থেকে আবহাওয়া খারাপ হতে থাকে। আকাশে এতটাই মেঘ করেছে যে দুপুর বেলায় অন্ধকার নেমে এসেছে আলিপুরদুয়ারে।সাধারণ মানুষ এই আবহাওয়ায় আতঙ্কিত হয়ে দ্রুত গন্তব্য স্থলে পৌঁছানোর জন্য ছুটছে।রীতিমতো গাড়ির লাইট জ্বালিয়ে সাধারণ মানুষ চলাচল করতে হচ্ছে।