লক্ষাধিক টাকার উপর শাল কাঠ উদ্ধার করল বন দফতর

author-image
Harmeet
New Update
লক্ষাধিক টাকার উপর শাল কাঠ উদ্ধার করল বন দফতর

​সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি:  গভীর রাতে ছোট গাড়িতে করে পাচার হচ্ছিল শাল কাঠ। এরপর গোপন সূত্রে খবর পেয়ে সেই গাড়ি সমেত কাঠ উদ্ধার করল বন বিভাগের কর্মীরা। যদিও পাচারের সঙ্গে যুক্ত দুজন পালিয়ে যাওয়ায় তাদের ধরতে পারেনি বনকর্মীরা। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে জলপাইগুড়ি জেলার বাতাবাড়ি থেকে জাতীয় সড়ক ধরে চালসার দিকে কাঠ ভর্তি ওই গাড়িটি আসার কথা ছিল। সেই অনুযায়ী বিট অফিসের বনকর্মীরা মঙ্গলবাড়ি বাজার সংলগ্ন খরিয়ার বন্দর জঙ্গলের মাঝে জাতীয় সড়কে রাতে ওত পেতে ছিল। এরপর বনকর্মীরা জাতীয় সড়কের ওপরে গাড়িটিকে ঘিরে ফেলে। যদিও গাড়িতে থাকা চালক সহ মোট দুজন পালিয়ে যেতে সক্ষম হয়। বাজেয়াপ্ত হওয়া গাড়ি সমেত কাঠ রাতেই নিয়ে আসা হয় চালসা রেঞ্জ অফিসে। চালসার রেঞ্জ সূত্রের খবর , 'বাজেয়াপ্ত শাল কাঠের বাজার মূল্য ২ লক্ষ টাকা। গাড়িটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।'