রানীগঞ্জ এলাকায় ফের ধস

author-image
Harmeet
New Update
রানীগঞ্জ এলাকায় ফের ধস

​ হরি ঘোষ,রানীগঞ্জ: রানীগঞ্জ এলাকায় ফের ধস।রানীগঞ্জের সাত গ্রাম এরিয়া অন্তর্গত বেলিয়াবাথানা স্কুল এলাকার নিচু মাঝি পাড়ায় রাস্তার ধারে এই ধসের ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক। বাসিন্দাদের দাবি ইসিএল কর্তৃপক্ষ ওই সকল এলাকার নিচে কয়লা কেটে নেওয়ার পর বালি ভরাট না করার কারণে এ ধরনের ঘটনা ঘটছে বারংবার। এর আগেও এলাকার দুটি পুকুর হঠাৎই মাটির তলায় চলে যায় বলে স্থানীয়দের দাবি। স্থানীয় এলাকার বাসিন্দারা দাবি করেন ইসিএল কর্তৃপক্ষ অবিলম্বে এইসব এলাকাকে সুরক্ষিত না করলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন।যদিও এ বিষয়ে ইসিএল ম্যানেজমেন্টের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।