ভ্যাকসিন নিয়ে সংঘর্ষ বিজেপি-তৃণমূলের, চলল গুলি-বোমাবাজি

author-image
Harmeet
New Update
ভ্যাকসিন নিয়ে সংঘর্ষ বিজেপি-তৃণমূলের, চলল গুলি-বোমাবাজি


প্রসেনজিৎ অধিকারী, হাওড়া: জগৎবল্লভপুরের পোলগুস্তিয়ায় ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা চরমে। মহাকালহাটি উপ স্বাস্থ্যকেন্দ্র চত্ত্বরে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ। বন্ধ ভ্যাকসিন দেওয়ার কাজ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে এদিন সাধারন মানুষকে ভ্যাকসিন দেওয়ার দিন নির্দিষ্ট করা না থাকলেও স্বাস্থ্য কর্মীদের ভ্যাকসিনেশনের কাজ চলছিলো। 

সেই সময়ে সেখানে হামলা চালানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। স্বাস্থ্য কর্মীদের শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। যদিও সেই অভিযোগ অস্বীকার করে বিজেপি। তারা জানায়, তৃণমূল ভ্যাকসিনেশন নিয়ে স্বজনপোষণ করছে। এদিনও সেইভাবে তৃণমূল কর্মীদের ভ্যাক্সিন দেওয়ার কাজ চলাকালীন বিজেপির কর্মীরা প্রতিবাদ করলে তাদেরকে মারধর করা হয়। উভয়পক্ষই অপরপক্ষের বিরুদ্ধে বোমা ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ করে।