ঠিক যেন ম্যানি হাইয়েস্ট

author-image
Harmeet
New Update
ঠিক যেন ম্যানি হাইয়েস্ট

​নিজস্ব সংবাদদাতাঃ 

গত বছর লকডাউন থেকে নেটফ্লিক্সে একটি স্প্যানিশ ওয়েব সিরিজ খুব জনপ্রিয়তা লাভ করে। সেই স্প্যানিশ ওয়েব সিরিজটির নাম ‘ম্যানি হায়েস্ট’ এবং এই সিরিজের গল্প হল ব্যাংক ডাকাতি। নেটফ্লিক্সের অন্যতম জনপ্রিয় এই সিরিজের গল্প এবার যেন বাস্তবে উঠে এল। তবে স্পেনে নয়, ঘটনাটি ঘটল ব্রাজিলে।

ব্রাজিলে এক ব্যাংক ডাকাতির ঘটনা ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। ঘটনায় বন্দি বানানো হয়েছিল সাধারণ মানুষকে, যেখানে নিহত হয়েছেন ৩ জন মানুষ। সংবাদ সূত্রে জানা গিয়েছে, মেশিনগান, বোমা ও ড্রোন সমেত প্রায় ২০ জন ডাকাত মধ্যরাতে সাও পাওলো থেকে প্রায় ২৯০ মাইল দূরে আরাতুবা সিটি সেন্টারের তিনটি ব্যাংকে ডাকাতি চালিয়েছে। নিজেদের প্রাণ রক্ষার স্বার্থে সাধারণ মানুষকে ঢাল বানিয়ে গাড়ির সামনে বেঁধে পালানোর চেষ্টা করেছিল ওই ডাকাতের দল। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।