সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ রাত থেকে লাইনে দাঁড়িয়ে থাকার পরেও ভ্যাকসিন না পেয়ে একশোর উপর মহিলা বিক্ষোভ প্রদর্শন করেন।ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের যোশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সোমবার রাতে প্রচুর মহিলা লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার পর সকালে ভ্যাকসিন দেওয়ার কেন্দ্র শুরু হয়।এরপর প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয় যাদের নাম নথিভুক্ত রয়েছে তাদেরকেই একমাত্র ভ্যাকসিন দেওয়া হবে। এরপর মহিলারা ক্ষোভে ফেটে পরেন। দীর্ঘ কয়েক ঘন্টা ভ্যাকসিন কেন্দ্রে বিক্ষোভ প্রদর্শন করেন মহিলারা।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শামুকতলা থানার পুলিশ। এরপর পুলিশ এবং স্থানীয় প্রধানের আশ্বাস পেয়ে বিক্ষোভ প্রদর্শন উঠিয়ে নেওয়া হয়।