New Update
/anm-bengali/media/post_banners/xM2zCuhCY1ZhDjDzPbYh.jpg)
সুদীপ ব্যানার্জী, শিলিগুড়িঃ স্বাধীনতার ৭৫ বছর বর্ষপূর্তিতে সাইকেল র্যালি করল আইটিবিপি। আইটিবিপির পক্ষ থেকে স্বাধীনতার অমৃত মহৎসব বছর উপলক্ষে ইটানগর থেকে শুরু করা হয় এই সাইকেল র্যালির। রবিবার এই র্যালি শিলিগুড়িতে এসে পৌঁছায়। পরবর্তীতে সোমবার সকালে শিলিগুড়ি থেকে এই র্যলির সূচনা করা হয়। এই র্যালি পাটনা পর্যন্ত যাবে। আগামী ২রা অক্টোবর দিল্লির রাজঘাটে এই র্যলির সমাপ্তি হবে৷ এই র্যালির মাধ্যমে জনসংযোগ এবং সাধারন মানুষকে নিয়ে বিভিন্ন শিবিরের আয়োজন করা হবে বলে জানিয়েছেন আইটিবিপির আধিকারিক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us