New Update
/anm-bengali/media/post_banners/9bKnaWMMPeXkPPUm8yXD.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার নন্দীগ্রাম ও শীতলকুচির ঘটনায় FIR দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। জানা গিয়েছে, নতুন করে আরও একটি এফআইআর দায়ের করল সিবিআই। এই নিয়ে মোট এফআইআর-এর সংখ্যা দাঁড়াল ৩১। জানা গিয়েছে, সিবিআই-এর একটি দল ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তের স্বার্থে নন্দীগ্রাম যাচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us