INTTUC-এর উদ্যোগে শুরু হল 'অন্নপূর্ণা আহার'

author-image
Harmeet
New Update
INTTUC-এর উদ্যোগে শুরু হল 'অন্নপূর্ণা আহার'




রামকৃষ্ণ পাল, ঝাড়গ্রাম: মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও INTTUC-এর উদ্যোগে 'অন্নপূর্ণা আহার' চালু হলো ঝাড়গ্রাম জেলার কৌর্ট রোড প্রাঙ্গন অফিস থেকে। রোজ ২০০ জনকে এখান থেকে রান্না করা খাবার দেওয়া হবে রাত্রি বেলায়। সেইসঙ্গে মাস্ক ও স্যানিটাইজারও দেওয়া হবে। 

গতকাল ভাত, ডাল, তরকারি ও ডিমের ঝোল দেওয়া হয়েছে । বলা হয়েছে প্রতিদিন বিকেল ৪টে থেকে ৫টার মধ্যে কুপন সংগ্রহ করতে হবে অফিস থেকে ও রাত ৭টা থেকে ৮টার সময় খাবার বিতরণ করা হবে । শহরের দুঃস্থ ও গরিব মানুষজনদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে । এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস , জেলার শ্রমিক সেলের নেতা গৌরাঙ প্রধান ও জেলা কমিটির সদস্য রিংকা মুখার্জী।