/anm-bengali/media/post_banners/fJWn88HmMp4S9ofySS3b.jpg)
​নিজস্ব সংবাদদাতাঃ
টিনসেল টাউনে জোর গুঞ্জন রাজের সঙ্গে থাকতেই চাইছেন না শিল্পা। তাঁর এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, শিল্পা নাকি আর তাঁর স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে থাকতে চাইছেন না। সন্তানদেরও বাবার সংস্পর্শে রাখতে চাইছেন না। সেই ব্যক্তি বলেছেন, “রাজ কুন্দ্রা সহজে ছাড়া পাচ্ছেন না। এই জল বহু দূর গড়াতে চলেছে বলেই আমাদের ধারণা।”
১৪ জুলাই রাজ কুন্দ্রাকে গ্রেফতার করা হয় মুম্বইয়ে। তাঁকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। অভিযোগ, তিনি পর্নোগ্রাফি ভিডিয়ো তৈরি করতেন এবং সেই ভিডিয়ো আপলোড করতেন একটি অ্যাপে। তাঁকে পুলিশের হেফাজত থেকে সরানো হয় জেল হেফাজতে। বেলের আবেদন করার পরও ছাড়া পাননি রাজ। এখনও জেল হেফাজতেই আছেন তিনি। ব্যক্তি আরও বলেছেন, “দিনে দিনে বিষয়টি রাজের হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। স্বামীর পর্নোগ্রাফি দুনিয়ায় যাতায়াত এবং এই কর্মে তাঁর প্রত্যক্ষভাবে জড়িয়ে থাকার গোটা বিষয়টি ভীষণভাবে হতবাক করেছে শিল্পাকে। তিনি ভীষণই শকড। হতাশ হয়ে পড়েছেন। শিল্পা জানতেনই না ওঁকে দেওয়া হীরে ও ফ্ল্যাট এই অসৎ পথের রোজগার থেকে আসছে। শুধু শিল্পা নন, আমরা সকলেই শকড হয়েছি।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us