মিসেলার ওয়াটার কী?

author-image
Harmeet
New Update
মিসেলার ওয়াটার  কী?

নিজস্ব সংবাদদাতাঃ ​ মিসেলার ওয়াটার হল ছোট ছোট ফ্যাটি অ্যাসিডে তৈরি ক্লাস্টার। যা ত্বকের ময়লার সঙ্গে আটকে যায়। তাই তুলো দিয়ে মুছে নিলেই সহজে ময়লা উঠে আসে। একইসঙ্গে ত্বকও আর্দ্র থাকে। তাই মেকআপ রিমুভার হিসেবেও যেমন মিসেলার ওয়াটার ব্যবহার করা যায়। একইসঙ্গে ত্বক পরিষ্কার করার জন্যেও  মিসেলার ওয়াটার ব্যবহার করা যায় । অন্যান্য স্কিন ক্লিনজার আপনি যখন ব্যবহার করেন, তখন আপনাকে ক্লিনজার ব্যবহারের পর মুখ ধুয়ে ফেলতে হয়। কিন্তু মিসেলার ওয়াটারের ক্ষেত্রে সেরকম কোনও ব্যাপার নেই। আপনি মিসেলার ওয়াটার ব্যবহার করুন, তারপর তুলো দিয়ে মুখ মুছে নিলেই হয়ে যাবে।