New Update
/anm-bengali/media/post_banners/qkKlFqFc8lms1dR69c9F.jpg)
রাহুল পাসোয়ান, আসানসোলঃ আসানসোল কোর্ট রোড দুর্গাপুজো কমিটির খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। জন্মাষ্টমীর দিনে এই পুজো কমিটির খুঁটি পুজো করা হয়েছে। এদিনের খুঁটি পুজোতে আইন ও পূর্তমন্ত্রী মন্ত্রী মলয় ঘটক উপস্থিত ছিলেন। মন্ত্রী মলয় ঘটক নারকেল ফাটিয়ে এই খুঁটি পুজোর শুভারম্ভ করা হয়। এ বছর ৭৫ বছরে পর্দাপণ করলো আসানসোল কোর্ট রোড দুর্গাপুজো কমিটির পুজো। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে কোভিড বিধি মেনেই পুজো করা হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us