পলাতক আফগানিস্তানের মহিলা সাংবাদিক

author-image
Harmeet
New Update
পলাতক আফগানিস্তানের মহিলা সাংবাদিক

নিজস্ব সংবাদদাতাঃ ১৫ আগস্ট  আফগানিস্তান দখল করে তালিবান। সেই সময় প্রথম তালিবান নেতার সাক্ষাৎকার নিয়েছিলেন এক মহিলা সাংবাদিক। এই সাংবাদিকের নাম বেহেস্থা আরগান্দ। কিন্তু এই সাহসী মহিলা সাংবাদিক পালিয়েছেন দেশছেড়ে। এক  সাক্ষাতকারে  বেহেস্থা বলেন, 'বাকি লক্ষাধিক মানুষের মতো আমিও তালিবানদের ভয়েই দেশ ছেড়েছি। যেভাবে বাড়ি বাড়ি ঘুরছে তালিবানরা, তাকে যে কোনও দিন খুন হয়ে যেতে পারতাম।'' তিনি বলেন,তালিবানরা যা বলেছে, সত্যিই যদি সেই প্রতিশ্রুতি রক্ষা করে এবং দেশের পরিস্থিতি শুধরে যায়। তবে আমি দেশে ফিরে আসব। যদি আমার মনে হয় যে, আমি সম্পূর্ণ সুরক্ষিত, তবে দেশের জন্য, আমার প্রিয় মানুষদের জন্য ফের আফগানিস্তানেই ফিরে আসব।”