New Update
/anm-bengali/media/post_banners/7NfjxmLUrirGw6lEN5eV.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ স্বামীর বদলে হোটেল বয়ের সঙ্গে মিলনে লিপ্ত হলেন মহিলা! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এমনই এক মহিলা নিজের হানিমুনের অভিজ্ঞতা শেয়ার করেছেন। Whisper নামে একটি অ্যাপে মহিলা জানান, 'আমি হানিমুনে গিয়ে বরের সঙ্গে প্রতারণা করেছিলাম। আমরা একটা হোটেলে ছিলাম। সেই হোটেলের এক ওয়েটারকে আমার ভালো লেগে যায়। যখন আমার বর বাইরে যাচ্ছিল, তখনই আমি তার সঙ্গে সময় কাটাচ্ছিলাম। একবার তো দুজনে স্নানও করছিলাম। বর যদিও সেই সব কিছুই জানতে পারেনি।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us