/anm-bengali/media/post_banners/UCv0nkrbmNZqNcpYN0vF.jpg)
সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার: উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের একাধিক প্রকল্পের থমকে থাকা কাজ পুনরায় চালু করার দাবি নিয়ে সোমবার উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে দেখা করলেন আলিপুরদুয়ারের ফালাকাটার তৃণমূল নেতারা। এদিন দলের ব্লক সভাপতি সুভাষ রায়, যুব ব্লক সভাপতি শুভব্রত দে সহ একটি প্রতিনিধি দল রবীন্দ্রনাথবাবুর কোচবিহারের বাড়িতে যান। উন্নয়ন দপ্তরের টাকায় ফালাকাটা টাউন ক্লাব মাঠে দু’বছর আগে স্টেডিয়ামের কাজ শুরু হয়। সেই স্টেডিয়ামের প্রথম দফার কাজ অনেক আগে শেষ হলেও এখনও দ্বিতীয় দফার কাজ শুরু হয়নি। পাশাপাশি ময়দান সংস্কার না হওয়ার ফলে বন্ধ রয়েছে খেলাধুলো। অন্যদিকে, এই দপ্তরের বরাদ্দ টাকায় ফালাকাটা হাটখোলায় মার্কেট কমপ্লেক্সের কাজও এখনও পর্যন্ত সম্পুর্ণ হয়ে উঠেনি। সুভাষ রায় এবং শুভব্রত দে বলেন, ‘এই দুটি প্রকল্প ছাড়াও বড়ডোবা ও মঙ্গলঘাটে পাকা সেতুর দাবি চেয়ারম্যানকে জানানো হয়েছে। তাঁকে এদিন দলের তরফে সংবর্ধনাও দেওয়া হয়।’ রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘অর্থ বরাদ্দ হলে স্টেডিয়ামের দ্বিতীয় ধাপের কাজ শুরু হবে। পাশাপাশি এখন মাঠ সংস্কারের কাজ হবে।অন্যদিকে হাটখোলায় মার্কেট কমপ্লেক্সের কাজ চলছে।’
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us