বিশ্বের দরবারে 'ভাল ভাবমূর্তি' গঠন করার চেষ্টা করছে তালিবানরা

author-image
Harmeet
New Update
বিশ্বের দরবারে 'ভাল ভাবমূর্তি' গঠন করার চেষ্টা করছে তালিবানরা

​নিজস্ব সংবাদদাতাঃ বিশ্বের দরবারে 'ভাল ভাবমূর্তি' গঠন করার চেষ্টা করছে তালিবানরা, যাতে বৈদেশিক সুসম্পর্ক তৈরি করতে পারে। কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন, ভাল ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করলেও তাদের মৌলিক বিষয়গুলি একই রয়ে গিয়েছে। কাবুল বিমানবন্দরের চিত্র দেখে সহজেই ধারনা করা যায় যে, তালিবানরা আবার নিজেদের উগ্র, সহিংস অবতারে আবির্ভূত হয়েছে।