New Update
/anm-bengali/media/post_banners/JDQhOCp0YFwqZysGuJO4.jpg)
রাহুল পাসোয়ান, আসানসোলঃ আসানসোল রবীন্দ্র নগর উন্নয়ন সমিতির খুঁটি পুজোতে উপস্থিত হলেন তৃণমূল নেতা অভিজিৎ ঘটক। জন্মাষ্টমীর দিন এই খুঁটি পুজোর সূচনা করা হয়। এবারে ৫৫তম বছরে পড়ল এই ক্লাবের পুজো। সাবেকিয়ানায় ভরা মন্ডপ হবে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে। এছাড়া সকল কোভিড বিধি মেনে পুজো করার কথাও জানান উদ্যোক্তারা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us