New Update
/anm-bengali/media/post_banners/vfc2WLbg7lulFyyR46Op.jpg)
হরি ঘোষ, অন্ডাল : একদিন পর উদ্ধার হল নদীতে তলিয়ে যাওয়া বালকের মৃতদেহ । উদ্ধার হওয়ার পর ময়নাতদন্তের জন্য দেহটি নিয়ে যায় পুলিশ ।
শনিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ অন্ডালের শ্রীরামপুর পঞ্চায়েতের রায় মানায় দামোদর নদীতে মাছ ধরার সময় জলে তলিয়ে যায় মনোজ চৌধুরী (১০) নামে এক বালক । ঘটনার খবর জানাজানি হতেই প্রাথমিক উদ্ধারকাজে নামেন স্থানীয়রা । রবিবার সকালে জেলা বিপর্যয় মোকাবেলা দপ্তরের প্রশিক্ষিত ডুবুরিরা আসেন । রবিবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধারকার্য চললে ও নিখোঁজ বালকের খোঁজ মেলেনি । তবে স্থানীয়রা উদ্ধারকার্য চালিয়ে যায় ধারাবাহিকভাবে । রাত্রি আটটা নাগাদ দুর্গাপুর ব্যারেজের কাছাকাছি নিখোঁজ মনোজ চৌধুরী-র দেহ উদ্ধার হয় বলে স্থানীয় সূত্রে খবর । দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us