নিজস্ব সংবাদদাতাঃ সম্পর্কের গভীরতা বৃদ্ধিতে চুম্বন বড়ো ভূমিকা পালন করে। চুম্বন যত ভালো হয় পরবর্তী মিলনের ক্ষেত্রে তত বেশি উত্তেজনা বৃদ্ধি পায়। চুম্বনের ক্ষেত্রে আপনি বাটারফ্লাই কিস ট্রাই করে দেখতেই পারেন। এইক্ষত্রে লিপ কিসের সময় আপনার এবং আপনার সঙ্গিনীর মুখের সংযোগ এতটাই কাছে থাকতে হবে যে আপনাদের চোখের পলক একে অপরকে স্পর্শ করে। এই চুম্বনের ফলে সম্পর্ক আরও বেশি কাছের হয়।