করোনা পরিস্থিতিতে পথ কুকুরদের তিনবেলা খাবার দিচ্ছেন রাধিকা

author-image
Harmeet
New Update
করোনা পরিস্থিতিতে পথ কুকুরদের তিনবেলা খাবার দিচ্ছেন রাধিকা

নিজস্ব প্রতিনিধি, দার্জিলিংঃ করোনা পরিস্থিতিতে সমস্যায় রয়েছেন বহু এলাকার মানুষজন। পিছিয়ে নেই আমাদের রাজ্যেও। যদিও তৃতীয় ঢেউ আসার আগে ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। তবে এই করোনা পরিস্থিতিতে সমস্যায় রয়েছে পথ কুকুররা। কারণ তাদের খাওয়ার সঙ্কট সব জায়গাতেই লক্ষ্য করা গেছে। তবে দার্জিলিং এর গান্ধী রোডের পথ কুকুরদের অন্য চিত্র লক্ষ্য করা গেলো। গান্ধী রোডের দোকানদার রাধিকা দীর্ঘদিন ধরে বিশেষ করে করোনা কালে বেশ কিছু পথ কুকুরকে নিয়ম মেনে তিনবেলা খাবার দিচ্ছে।ভাত, মাংস, সব কিছুই থাকে তাদের মেনুতে। আর এই ধরনের ছবি উঠে এলো এএনএম নিউজের ক্যামেরায়।