আইওসি-র সঙ্গে বৈঠকের পরও ধর্মঘটে অনড় ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন

author-image
New Update
আইওসি-র সঙ্গে বৈঠকের পরও ধর্মঘটে অনড়  ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন

নিজস্ব প্রতিনিধি:একমাসের মধ্যে দ্বিতীয়বার ধর্মঘটে ওয়েস্ট বেঙ্গল  ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন। মৌড়িগ্রামে ইন্ডিয়ান অয়েলের ডিপোয় গতকাল থেকেই ট্যাঙ্কারে পেট্রোল-ডিজেল লোডিং-আনলোডিং হচ্ছে না। আজ বৈঠকে বসে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ ও ট্যাঙ্কার মালিকদের সংগঠন। আইওসি অধিকাংশ দাবি মেনে নিলেও, লি্খিত আশ্বাস না পাওয়া পর্যন্ত ধর্মঘটে অনড়  ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন