ভগবান রাম ছাড়া অযোধ্যা কিছুই নয়: রাষ্ট্রপতি

author-image
Harmeet
New Update
ভগবান রাম ছাড়া অযোধ্যা কিছুই নয়: রাষ্ট্রপতি


নিজস্ব সংবাদদাতাঃ
দুদিনের লখনউ সফরে গিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি রবিবার শহরে গিয়ে বলেন, ভগবান রাম ছাড়া অযোধ্যা কিছুই নয়, যেখানে একটি রাম মন্দির নির্মাণাধীন রয়েছে। তিনি বলেন, "রাম ছাড়া অযোধ্যা অযোধ্যা নয়। যেখানে রাম আছে সেখানে অযোধ্যা বিদ্যমান। ভগবান রাম এই শহরে স্থায়ীভাবে বাস করেন, এবং তাই প্রকৃত অর্থে, এই জায়গাটি অযোধ্যা।"