New Update
/anm-bengali/media/post_banners/YjhcDvS2lnzlSH53tSvi.jpg)
কলকাতাঃ আর মাত্র ৪৩ দিন। তারপরেই আসছে বাঙ্গালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। এবারো করোনা আবহেই পালিত হবে দুর্গাপুজো। এবারেও সকল কোভিড বিধি মেনে হবে পুজো। পুজোর কয়েকটা দিন জমিয়ে হবে প্যান্ডেল হপিং, খাওয়া দাওয়া ও ঘোরা। কিন্তু আপনি কি জানেন যে কোন জায়গায় এবার কী থিম হবে? না জানা থাকলে এই প্রতিবেদনটি রইল আপনার জন্য। এখানে কথা হচ্ছে চক্রবেড়িয়া সার্বজনীন দুর্গোৎসবের। ৭৬ বছরে পড়ল চক্রবেড়িয়া সার্বজনীন। রাখি পূর্ণিমায় খুঁটিপুজো হয়ে গিয়েছে। তবে এবারে তাঁদের কী থিম সে বিষয়ে পুজো উদ্যোক্তারা কিছু না বললেও তাঁরা বলেন, 'মা আসছেন।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us