ভবিষ্যৎ কি আফগান-ভারত বন্ধুত্ব বাঁধের?

author-image
Harmeet
New Update
ভবিষ্যৎ কি আফগান-ভারত বন্ধুত্ব বাঁধের?

​নিজস্ব সংবাদদাতাঃ ১৯৯৬ সালে যখন আফগানিস্তানে তালিবানের  শাসন প্রতিষ্ঠিত হয়। সেই সময় তালিবান শাসনকে সম্মতি দেয়নি ভারত। পরে ৯/১১ পরবর্তী অধ্যায়ে আফগানিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক নতুন করে স্থাপিত হয়। তারপর থেকে সেদেশের সব প্রদেশেই বিনিয়োগ করেছে ভারত ।  















এর মধ্যে অন্যতম সালমা বাঁধ। আফগান-ভারত সম্পর্কের প্রতীক হিসাবে বিবেচিত এই বাঁধটি। হেরাত প্রদেশের ওই বাঁধের উদ্বোধন করতে ২০১৬ সালের জুনে আফগানিস্তান গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ৩০ কোটি ডলার ব্যয়ে নির্মিত এখানকার জলবিদ্যুৎ কেন্দ্রটি আফগানিস্তানে ভারতের সবচেয়ে বড় প্রকল্প। আফগানিস্তানে ফের ফিরেছে তালিবান শাসন। এখন এই বাঁধের কি ভবিষ্যৎ তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কিন্তু এই বাঁধের কোনও ক্ষতি হবে না বলে আশ্বাস দিয়েছে তালিবান।