জুনিয়র টেকনিক্যাল আসিস্ট্যান্ট পদে নিয়োগ

author-image
Harmeet
New Update
জুনিয়র টেকনিক্যাল আসিস্ট্যান্ট পদে নিয়োগ

​নিজস্ব সংবাদদাতাঃ পদের নাম- জুনিয়ার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (civil)
শূন্যপদ- মোট ৭ টি। (OBC- ৫, ST- ২)
শিক্ষাগত যোগ্যতা- AICTE অনুমোদিত যেকোন বিশ্ববিদ্যালয় থেকে অন্ততপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ BE/ B. Tech ডিগ্রী। প্রার্থীকে অবশ্যই CAD এবং MS- Office এর ওপরে দক্ষতা থাকতে হবে।
বয়স- ০১/০৯/২০২১ তারিখে প্রার্থীর বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে এবং সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে সরকারের নিয়ম অনুসারে প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন- প্রতিমাসে ৩০,০০০ টাকা। 

আবেদন পদ্ধতি- প্রার্থীদেরকে আলাদা করে কোনো আবেদন করতে হবে না। শুধুমাত্র নির্দিষ্ট তারিখে ও ইন্টারভিউয়ের নির্দিষ্ট স্থানে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যথাসময়ে পৌঁছতে হবে। 

ইন্টারভিউয়ের সময় ও তারিখ- সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এর ক্ষেত্রে ২০/০৯/২০২১ থেকে ২২/০৯/২০২১ তারিখ পর্যন্ত সকাল ৯.৩০ থেকে ১.৩০ পর্যন্ত।
জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এর ক্ষেত্রে ২৩/০৯/২০২১ থেকে ২৫/০৯/২০২১ তারিখ পর্যন্ত সকাল ৯.৩০ থেকে১.৩০ পর্যন্ত। 

ইন্টারভিউয়ের স্থান- USBRL Project Office, Konkan Railway Corporation Limited, Satyam Complex, Marble Market, Extension- Trikuta Nagar, Jammu & Kashmir (U.T). Pin- 180011