New Update
/anm-bengali/media/post_banners/Eq4kQbnxrKE49e7haSvc.jpg)
​নিজস্ব সংবাদদাতাঃ ভারত সরকার অনুমোদিত রেল দপ্তর বিভাগে বিভিন্ন পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রার্থী নিয়োগ করা হবে কনকান রেলওয়ে কর্পোরেশন লিমিটেডে। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এবং দু’বছরের চুক্তির ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে।পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম- সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (সিভিল)।
শূন্যপদ- মোট ৭ টি। (OBC- ৫, ST- ২)।
শিক্ষাগত যোগ্যতা- AICTE অনুমোদিত যেকোন বিশ্ববিদ্যালয় থেকে অন্ততপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ BE/B.Tech (civil) ডিগ্রী সঙ্গে সিভিল কনস্ট্রাকশন এ অন্ততপক্ষে দু’বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদেরকে অবশ্যই CAD এবং MS- Office এর ওপরে দক্ষতা থাকতে হবে।
বয়স- ০১/০৯/২০২১ তারিখে প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে এবং সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা বয়সে ছাড় পাবেন
বেতনঃ প্রতি মাসে ৩৫,০০০/- টাকা বেতন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us