/anm-bengali/media/post_banners/Jpj8wITa1IRO01cl83Xh.jpg)
সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার : আলিপুরদুয়ারের বীরপাড়া ডিমডিমা চা বাগানের হাটখোলা থেকে শিশুঝুমরা গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়ার রাস্তা বেহাল দশায় রয়েছে। কাঁচা রাস্তাটি বেহাল হয়ে পড়ায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন , মূলত বালি বজরি বোঝাই প্রচুর ট্রাক্টর চলাচলের ফলেই রাস্তাটি বেহাল হয়ে পড়েছে। ডিমডিমা নদী থেকে বালি বজরি তুলে ডাঙ্গাপাড়া থেকে ডিমডিমা চা বাগানের ভেতর দিয়ে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। ভারী ট্রাক্টর চলাচলের ফলে রাস্তাটি বড় বড় গর্তে ভরে গিয়েছে। এই রাস্তায় ফেঁসে যাচ্ছে ছোটো ছোটো যানবাহনগুলি।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় রয়েছে একটি জুনিয়র হাইস্কুল, একটি প্রাথমিক স্কুল ও একটি আইসিডিএস কেন্দ্র। সাজু তালুকদার পরিচালিত হেভেন আশ্রয় গৃহটিও ওই এলাকায় রয়েছে । বিভিন্ন এলাকার সমাজকর্মী ছাড়াও মাঝে মাঝেই ব্লক ও জেলা প্রশাসনের কর্তারাও যান ওই আশ্রয় গৃহে। অথচ রাস্তাটির বেহাল অবস্থার উন্নতি হচ্ছে না। একাংশ সমাজকর্মীদের মতে, স্থানীয় বাসিন্দাদের কথা ভেবে রাস্তাটি পাকা করা উচিত। এই মুহূর্তে সেটা করা সম্ভব না হলে অন্ততপক্ষে রাস্তাটিতে বালি বজরি ফেলে চলাচলের উপযোগী করে তোলা উচিত। শিশুঝুমরা গ্রামপঞ্চায়েতের স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন রাস্তাটি পাকা করার ব্যাপারে বিভিন্ন মহলে জানিয়ে কোনো লাভ হয়নি। একমুহূর্তে জেলা পরিষদ থেকে উদ্যোগ নিয়ে রাস্তা করেদিলে সাধারণ মানুষ খুবই উপকৃত হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us