​নিজস্ব সংবাদদাতাঃ টোকিও প্যারালিম্পিক্সে দেশের জন্যে পদক সুনিশ্চিত করেছে ভারতের ভাবিনা প্যাটেল। মহিলাদের সিঙ্গেলস প্যারা টেবিল টেনিসের ফাইনাল ম্যাচে আজ চিনের ঝউ ইংয়ের মুখোমুখি হবে ভাবিনা। ভাবিনার ফাইনালে পৌঁছানোর অর্থই হলো, ফাইনালে জয়ী হলে সে পাবে সোনার পদক, আর পরাজিত হলে পাবে রুপোর পদক। অর্থাৎ দেশের ঘরে পদক নিশ্চিত। ফাইনাল ম্যাচ শুরু হবে রবিবার সকাল ৭টা ১৫মিনিটে।