তৃণমূলকে সমর্থনের ইঙ্গিত বিমানের?

author-image
New Update
তৃণমূলকে সমর্থনের ইঙ্গিত বিমানের?

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুরঃ আবার তৃণমূলের কাছে আসার ইঙ্গিত সংবাদমাধ্যমকে দেওয়া বর্ষীয়ান সিপিএম নেতা বিমান বসুর বক্তব্যে। তৃণমূলের বিজেপি বিরোধী নীতিতে সিপিএমের অবস্থান আরেকবার প্রাঞ্জল করে বিমান বসু জানান, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা - ভারতের সর্বত্র বিজেপির বিরুদ্ধে যারা লড়াই করবে তাদের সঙ্গে সিপিএম আছে।তবে পশ্চিমবঙ্গে বিষয়টি অন্য।মধ্যমগ্রাম চিত্ত বসু মঞ্চে ইন্ডিয়ান সেকুলার ফন্ট্র-এর এক রক্তদান শিবিরে এসে এমনটাই জানালেন বিমান বসু। অর্থাৎ কেন্দ্রে তৃণমূলের সঙ্গে সহাবস্থান ও রাজ্যে তৃণমূল বিরোধিতার সুর আবার বিমান বসুর গলায়। কিন্তু একইসাথে রাজ্যেও সিপিএম যে তৃণমূলের কট্টর বিরোধিতায় নেই তা এদিন প্রকাশ পেয়েছে বিমান বসুর সংবাদ মাধ্যমকে দেওয়া বক্তব্যে। তৃণমূল সরকারের সরকারী প্রকল্পকে দরকারে হেল্প ডেস্কের মাধ্যমে জন পরিষেবা দেওয়ার বিষয়ে সিপিএম যে পিছপা থাকবে না তা পরিষ্কার জানান বিমান বসু। বিভিন্ন জেলায় সিপিএম নেতা কর্মীদের ইতিমধ্যেই লক্ষীর ভান্ডার প্রকল্পর ফর্ম ফিলাপ করতে দেখা যাচ্ছে এবং বিমান বসুর মতো প্রথম সারির নেতা বিষয়টি প্রকাশ্যে সমর্থন করছেন।এতদ্বারা তৃণমূল ও সিপিএম রাজ্যেও রাজনৈতিকভাবে আরো কাছে আসছে -এমনটা যে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তাকে আরো উসকে দিয়েছেন বিমান বসু।