old_সর্বশেষ খবর ফের গুলির শব্দে কেঁপে উঠল কাবুল বিমানবন্দর Harmeet 28 Aug 2021 18:10 IST Follow UsNew Update​নিজস্ব সংবাদদাতাঃ বিগত দু’দিন আগেই ভয়াবহ বিস্ফোরণে শতাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে কাবুল বিমানবন্দরে। এরপরই পাল্টা হামলায় ড্রোন হামলা চালিয়েছে আমেরিকা। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ফের শোনা যাচ্ছে গোলাগুলির শব্দ। শনিবার বিকেলে কাবুল বিমানবন্দরে প্রবেশের গেটগুলির কাছেই গোলাগুলির শব্দ শোনা গিয়েছে। কোন পক্ষ গুলি চালাচ্ছে, যদিও তা স্পষ্ট নয়। তবে কাবুল বিমানবন্দরের বাইরে মার্কিন সেনা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বেশ কিছু ফুটেজও প্রকাশ্যে এসেছে, যেখানে শোনা যাচ্ছে গুলির শব্দ। শুধু গোলাগুলিই নয়, কাঁদানে গ্যাসও ছোড়া হচ্ছে। সদ্য বিস্ফোরণে রক্তাক্ত হয়েছে কাবুল বিমানবন্দর। সেই ঘা এখনও দগদগে, এখনও রক্তের চিহ্ন চোখে পড়বে বিমানবন্দরের আশেপাশে। আর এরই মধ্যে ফের গুলির শব্দে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। লোকজন প্রাণ ভয়ে ছুটে চলেছেন। firing kabul Afghanistan airport Afghanistan News Kabul airport International News news update Afghanistan Read More পরবর্তী প্রবন্ধ পড়ুন