New Update
/anm-bengali/media/post_banners/KCcRIskSDZJGIwCtQe9g.jpg)
সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার:আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের দূর্গম এলাকা বক্সাফোর্টে 'দুয়ারে সরকার' শিবিরে হাজির জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা। বৃষ্টির মধ্যেই ঘুরে দেখলেন 'দুয়ারে সরকার'-এর বিভিন্ন স্টল। বক্সা ফোর্ট প্রাইমারি স্কুলে করা হয়েছে এই শিবির। এছাড়াও উপস্থিত ছিলেন বি.ডি.ও প্রশান্ত বর্মন।বক্সা পাহাড়ে প্রচুর মানুষ 'দুয়ারে সরকার'–এর বিভিন্ন প্রকল্পে ফর্ম ফিলাপ করেন। পাশাপাশি লক্ষীর ভাণ্ডার প্রকল্পে মহিলারা ফর্ম ফিলাপ করেন। মোট ৪০০ জন মহিলা লক্ষীর ভাণ্ডারের এই ফর্ম ফিলাপ করেন। স্বাভাবিক ভাবেই প্রশাসনের এই উদ্যোগে খুবই উচ্ছ্বসিত পাহাড়বাসী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us