নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা পুলিশের তৎপরতায় অনলাইন জুয়া খেলতে গিয়ে আটক ৫। বন্ডেল রোডের একটি শপ থেকে হাতেনাতে আটক করা হয় ধৃতদের। ধৃতদের মধ্যে ৪ জনের নাম জানা গিয়েছে। তার হল সেক চুন্না, সেক কাদির, মাখমুর সেখ ও সৌরভ মাইতি।
বুধবার জেরুজালেমের একটি মসজিদে ইসরায়েলি পুলিশ প্রবেশ করে শতাধিক ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে। ফলে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। জেরুজালেমের আল-আকসা মসজিদে এই ঘটনা ঘটেছে।
নিজস্ব সংবাদদাতা: বুধবার উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে জেরুজালেমে। ইসরায়েলি পুলিশ বুধবার ভোরে রমজানের নামাজের সময় জেরুজালেমের আল-আকসা মসজিদে প্রবেশ করে। তারপরেই শতাধিক ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে। এছাড়াও রকেট ফায়ার শুরু করা হয় ইসরায়েললি পুলিশের তরফে। যার ফলে এবার এই বিষয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছে হোয়াইট হাউস।