নিজস্ব সংবাদদাতাঃ অন্যবারের তুলনায় এবছর ইলিশের জোগান কম। পাশাপাশি, বাঙালির পাত থেকে এবার উধাও হতে চলেছে রকমারি মাছও। কারণ বাজারে ইলিশের সঙ্গে অন্য মাছেরও জোগান কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ফলে বর্ষার মরশুমেও মাছের বাজারে আগুন। কলকাতার সমস্ত বাজারেই মাছ কিনতে গিয়ে পকেটে টান পড়ছে মধ্যবিত্তের। মাছ ব্যবসায়ীদের দাবি, বর্ষায় এবার দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি হয়েছে। ফলে ভেসে গিয়েছে ভেড়ি, পুকুর-বিল। তার জেরেই মাছের জোগান কমেছে বলে ব্যবসায়ীদের দাবি।