স্নেহা পালঃ কিছুদিন আগেই জুভেন্তাস ছাড়ার জল্পনা উড়িয়ে দিয়েছিলেন স্বয়ং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফের যোগ দিতে চলেছেন সিআর সেভেন। ম্যাঞ্চেস্টারে থাকা এএনএম নিউজের সূত্র থেকে জানা যাচ্ছে, ফের পুরনো ক্লাবেই যোগ দিতে চলেছেন রোনাল্ডো। খুব শিগগিরই চুক্তি সংক্রান্ত কাগজপত্র তৈরির কাজ শুরু হয়ে যাবে।