New Update
/anm-bengali/media/post_banners/318N8zNVsGXj6iqkhHN1.jpg)
হরি ঘোষ, দুর্গাপুর:দুর্গাপুর ও বাঁকুড়া পুলিশ সহ মেজিয়া ভূমি রাজস্ব দপ্তর যৌথভাবে দুর্গাপুর ওয়ারিয়া এলাকার অবৈধ বালি ঘাটে হঠাৎই অভিযান চালায় শুক্রবার। দামোদর নদের এপারে পুলিস প্রশাসন পৌঁছাতেই বালি কারবারিরা নৌকা নিয়ে নদী পার করে বাঁকুড়া এলাকায় চম্পট দেয়। পুলিস প্রশাসন বালিঘাটের বালি তোলার মেশিনারি সহ ঘাটগুলি তল্লাশি চালায়। ওয়ারিয়া মানা এলাকার দুটি বালি ঘাটে অশান্তি আশঙ্কায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us