স্বেচ্ছায় রক্তদান শিবির ডিওয়াইএফআই-এর

author-image
New Update
স্বেচ্ছায় রক্তদান শিবির ডিওয়াইএফআই-এর

হরি ঘোষ, অন্ডাল: প্রয়াত বাম যুবনেতা সোমনাথ সরকারের স্মরণে শুক্রবার আয়োজিত হল রক্তদান শিবির। ডিওয়াইএফআই-এর উদ্যোগে শিবিরটি হয় খান্দরা প্রতিবন্ধী কেন্দ্রর কমিউনিটি হলে। ছয়জন মহিলা সহ রক্তদান করেন ৩০ জন। সংগৃহীত রক্ত দান করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে। শিবিরের উদ্বোধন করেন রানীগঞ্জ বিধানসভার প্রাক্তন বাম বিধায়ক রুনু দত্ত। রক্তদাতাদের সকলকে একটি করে গাছের চারা ও মাস্ক, স্যানিটাইজার উপহার দেওয়া হয়। ২০০৬ সালের ২৭শে আগস্ট সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় যুবনেতা সোমনাথ সরকারের। তারপর থেকে প্রতিবছরই এই দিনটিতে সংগঠনের পক্ষ থেকে রক্তদান শিবির আয়োজন করা হচ্ছে। কোভিট স্বাস্থ্যবিধি মেনে এদিন শিবিরটি হয় বলে জানান উদ্যোক্তারা।