New Update
/anm-bengali/media/post_banners/HtTb8G66XeyKXV8K7KbP.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মহিলাদের সিঙ্গেলস প্যারা টেবিল টেনিসে সর্বিয়ার বরিসলাভাকে পরাজিত করে সেমি-ফাইনালে পৌঁছেছেন ভারতের ভাবিনা প্যাটেল। ভাবিনাকে শুভেচ্ছাবার্তা জানালেন প্যারালিম্পিকে পদকজয়ী দীপা মালিক। তিনি বলেন, ভাবিনা দেশকে গর্বিত করেছে। দীপার আগামীকালের ম্যাচটি ভীষণই গুরুত্বপূর্ন। আগামীকালই নির্ধারিত হবে কোন রঙের মেডেল নিয়ে আসবে সে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us