রাজনীতি করতেই বিজেপি এখন ভোট করাতে চাইছে না, বললেন ফিরহাদ

author-image
New Update
রাজনীতি করতেই বিজেপি এখন ভোট করাতে চাইছে না, বললেন ফিরহাদ

নিজস্ব প্রতিনিধি:তৃণমূলের মন্ত্রী ফিরহাদ হাকিম রাজ্যে ৭টি আসনে ভোট করা নিয়ে বিজেপিকে কটাক্ষ করলেন। তিনি বললেন, বিধানসভা ভোটের সময় করোনা আরও ভয়াবহ ছিল। এখন করোনার প্রকোপ অনেক কমেছে। তখন ভোট করানো গেলে, এখন হবে না কেন?”  তিনি আরও বলেন, বিজেপি রাজনীতি করার জন্যই ভোট পিছতে চাইছে।