ফের দুয়ারে সরকারে দুর্নীতির অভিযোগ

author-image
Harmeet
New Update
ফের দুয়ারে সরকারে দুর্নীতির অভিযোগ

​সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ  আলিপুরদুয়ার পৌরসভার 'দুয়ারে সরকার' কর্মসূচিতে ৩৪ লক্ষ টাকার খাবারের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে নামলো SFI এবং DYFI।কিছুদিন পূর্বে এই খবর প্রকাশিত হওয়ার পর শোরগোল পড়েযায় শহর জুড়ে। শুক্রবার SFI এবং DYFI আলিপুরদুয়ার সদর লোকাল কমিটির পক্ষথেকে শহরে মিছিল করে মহকুমাশাসককে স্বারকলিপি দেয়।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন DYFI আলিপুরদুয়ার সদর লোকাল কমিটির সম্পাদক প্রশান্ত ঘোষ, সভাপতি সৌরিশ দাসগুপ্ত, SFI এর সম্পাদক কুনাল ঘোষ, পাভেল ধর চৌধুরী সহ প্রমুখ।