এমবাপেকে দলে নিতে ১৮০ মিলিয়নের বিড রিয়াল মাদ্রিদের

author-image
Harmeet
New Update
এমবাপেকে দলে নিতে ১৮০ মিলিয়নের বিড রিয়াল মাদ্রিদের

নিজস্ব সংবাদদাতাঃ  এমপাবেকে দলে নিতে পিএসজি’কে প্রথমে ১৬০ মিলিয়ন মার্কিন ডলারের বিড দেয় রিয়াল মাদ্রিদ। তবে সেই বিড  ফিরিয়ে দেওয়া হয় পিএসজি’র পক্ষ থেকে। সূত্র মারফৎ খবর, তারপরেই অর্থমূল্য বাড়িয়ে ১৮০ মিলিয়ন করে মাদ্রিদ। যার মধ্যে ১৭০ মিলিয়ন পাবে পিএসজি, এবং বাকি ১০ মিলিয়ন পারফরম্যান্সের ভিত্তিতে অতিরিক্ত মূল্য হিসাবে পাবে প্যারিস ক্লাব।