হাবিবুর রহমান, ঢাকা:কেউ হাতে লাগানো ক্যানোলার যন্ত্রণায় ছটফট করছে। কেউ রক্ত নেয়ার সময় কান্নায় ফেটে পড়েছে। কেউবা ঘুমিয়ে আছে ক্লান্ত শরীরে। এ চিত্র বাংলাদেশের রাজধানীর ঢাকার আগারগাঁওয়ের শিশু হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের। ডেঙ্গু জ্বরে আক্রান্ত শিশুদের শান্ত করতে হিমশিম খাচ্ছেন অভিভাবকেরা। পাশাপাশি চিকিৎসার খরচ জোগাতে উদ্বিগ্ন ও চিন্তিত তারা।শিশু হাসপাতালটিতে বর্তমানে মোট ৬৩টি শিশু ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। ডেঙ্গু আক্রান্ত শিশুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ১৫ দিন আগে হাসপাতালটিতে ৬ নম্বর ওয়ার্ডে প্রথমে একটি ডেঙ্গু ওয়ার্ড চালু করলেও এখন সেটা বেড়ে দ্বিগুণ হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে যত শিশু ভর্তি হচ্ছে করোনার ক্ষেত্রে তার সংখ্যা অনেক কম ছিল।
শুধু ঢাকা শিশু হাসপাতালই নয়, ডেঙ্গু চিকিৎসা হয় এমন সরকারি-বেসরকারি হাসপাতালেও ভর্তি হচ্ছে শিশু রোগী। এ ছাড়া সাধারণ রোগীর সংখ্যাও বাড়ছে প্রতিদিন। ঢাকার দুই সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় বেড়েছে এডিস মশার বিস্তার। উত্তর ও দক্ষিণের কয়েকটি ওয়ার্ডে এখন ডেঙ্গুর ঝুঁকি সবচেয়ে বেশি। আক্রান্ত হচ্ছেন বিভিন্ন বয়সীরা।ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা দুই সিটি কর্পোরেশনে নিয়মিত কীটনাশক প্রয়োগ করা হচ্ছে। এডিসের লার্ভা ধ্বংসে কাজ করছেন মশককর্মীরা। ইতিমধ্যে সর্বাত্মক জনবল ও শক্তি প্রয়োগ করা হয়েছে। যেসব স্থাপনায় লার্ভা মিলছে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।