New Update
/anm-bengali/media/post_banners/IHQXNBfgOXeis4DMVACx.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আবারও ভয়ঙ্কর ঘটনার সামনে দাঁড়িয়ে আফগানিস্তান! পর পর দুটো বিস্ফোরণ কেড়ে নিয়েছে বহু প্রাণ! কাবুল বিমানবন্দরের বাইরে এখন কান পাতলেই শোনা যাবে হাহাকার। স্বজন হারানোর হাহাকার। দেশ ছাড়ার জন্য অপেক্ষারত অবস্থাতে থাকতেই জীবন ছাড়তে হল বহু নিরীহ মানুষকে। কাবুল বিমানবন্দরের বাইরে স্তূপাকারে জমে রয়েছে সারি সারি মৃত দেহ। উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে তাদের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us