/anm-bengali/media/post_banners/uSoCk4ZyO1ujdCPbFBY5.jpg)
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর: "বাংলার রাজনীতিকে করতে সাফ, বাংলায় আসছে আপ" এই স্লোগানকে হাতিয়ার করে আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এবার বাংলা নির্মাণের লক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলা শহর মেদিনীপুরে সদস্য সংগ্রহ অভিযান শুরু করতে চলেছে আম আদমি পার্টি। মেদিনীপুর শহরে স্টেশন রোড শহরজুড়ে সদস্য সংগ্রহ করার আবেদন জানিয়ে পোস্টার লাগানো হয়েছে আম আদমি পার্টির পক্ষ থেকে। এমনটাই জানিয়েছেন আম আদমি পার্টির পশ্চিম মেদিনীপুরের দায়িত্বপ্রাপ্ত সৌরভ ঘোষ। তিনি জানান, “দুর্নীতিমুক্ত রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এবং প্রত্যেক মানুষকে সাংবিধানিক অধিকার পাইয়ে দেওয়ার জন্য বাংলা নির্মাণের ডাক দিয়েছে আম আদমি পার্টি, তাই বাংলা নির্মাণের এই লড়াইয়ে সাধারণ মানুষকে শামিল করতে সদস্য সংগ্রহ করার আবেদন জানানো হয়েছে পোস্টার-এর মাধ্যমে।“ যদিও শাসকদল তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন, “মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের পোস্টার লাগানো হয়েছে শহরে। তবে যে কোনো রাজনৈতিক দলই গণতান্ত্রিকভাবে রাজনীতি করতে পারে, শান্তি-শৃঙ্খলা বজায় রেখে আম আদমি পার্টি রাজনীতি করুক, তাতে আমাদের কোনো অসুবিধে নেই।“
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us