/anm-bengali/media/post_banners/luVWvMLlTlIE5mqvPBwp.jpg)
সুদীপ ব্যানার্জী, শিলিগুড়িঃ ধারালো অস্ত্র দিয়ে নিজের স্ত্রীকে খুন করার অভিযোগে আজীবন কারাদন্ডে দন্ডিত হল স্বামী। প্রায় আট বছর বিচার চলার পর শিলিগুড়ি আদালতের অতিরিক্ত ফৌজদারি আদালতের বিচারপতি নীলাঞ্জনা চট্টোপাধ্যায় আজীবন কারাদন্ডে দন্ডিত করেন আসামীকে। সাজাপ্রাপ্ত ব্যাক্তির নাম নির্দোষ টোপ্পো। তার বাড়ি শিলিগুড়ির হাসখোঁয়া চা বাগান এলাকায়। ঘটনাটি ঘটেছিল ২০১৩ সালের ৭ অক্টোবর। বাইরে কাজ করত নির্দোষ টোপ্পো। ২০১৩ সালের ৬ অক্টোবর বাড়ি ফেরে। ৭ তারিখ রাতের খাবার খেয়ে বাড়ির বাইরে যায়। ফিরে আসে রাত সাড়ে ১০ টা নাগাদ মদ্যপ অবস্থায়। বাড়ি ফিরেই নিজের বিছানা অগোছালো দেখতে পেয়ে রাগ সপ্তমে চড়ে যায় তার। নিজের মেয়েকে ধরে মারধোর করতে শুরু করে। নির্দোষের স্ত্রী উষা টোপ্পো এগিয়ে এসে বাধা দেয়। তাতে তার রাগ আরও বেড়ে যায়। পকেট থেকে চাকু বের করে স্ত্রীর বুকে আঘাত করতে থাকে। চাকুর ঘায়ে মৃত্যু হয় স্ত্রীর। নির্দোষের ভাই জ্যোতিষ টোপ্পো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানায় পরদিন সকালে লিখিত অভিযোগ জানায়। বাগডোগরা থানার পুলিশ স্ত্রীকে খুনের অভিযোগে নির্দোষকে গ্রেফতার করে। দীর্ঘ দিন আদালতে বিচার চলার পর ১৬ জন সাক্ষীকে সওয়াল জবাব করার পর বুধবার নির্দোষকে দোষী সাব্যস্ত করেন বিচারক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us