দ্বিতীয় দফায় 'দুয়ারে সরকার' পরিদর্শনে জেলাশাসক

author-image
New Update
দ্বিতীয় দফায় 'দুয়ারে সরকার' পরিদর্শনে জেলাশাসক

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ দ্বিতীয় দফায় 'দুয়ারে সরকার' পরিদর্শনে জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা।  রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি আলিপুরদুয়ারে বৃহস্পতিবার দ্বিতীয় পর্যায়ে পুনরায় শুরু হলো 'দুয়ারে সরকার'। আলিপুরদুয়ারের ৮ নং ওয়ার্ডের  সুর্যনগর ময়দানে জেলা প্রশাসনের উদ্যোগে শিবির করা হয়েছে। বর্ষার মরশুমের মধ্যেই পরিদর্শন  করেছেন আলিপুরদুয়ারের জেলা শাসকমহকুমাশাসক এবং পৌরসভার প্রশাসক মন্ডলির চেয়ারম্যান প্রসেনজিৎ কর। মহকুমাশাসক বিপ্লব সরকার ৮ নং ওয়ার্ডের দুয়ারে সরকার শিবিরে ১৪ জনের হাতে কাস্ট সার্টিফিকেট তুলে দেন। এছাড়াও জেলাতেও ১০ হাজারের উপর মানুষকে এই কাস্ট সার্টিফিকেট তুলে দেওয়া হবে। জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা বলেন, "বৃষ্টির জন্য কিছু অসুবিধা থাকলেও প্রচুর মানুষ 'দুয়ারে সরকারে'  আসছেন। সমস্ত বিষয়ের উপর প্রশাসন থেকে নজর রাখা হচ্ছে।"