জন্মদিনটা একটু অন্যভাবে কাটাল ১২'র স্পন্দন

author-image
Harmeet
New Update
জন্মদিনটা একটু অন্যভাবে কাটাল ১২'র স্পন্দন


নিউজ ডেস্ক, পূর্ব মেদিনীপুরঃ জন্মদিনে কোনো ভালো উপহার নয়, বাবা-মার কাছে দুঃস্থদের জন্য চক্ষু পরীক্ষা শিবির এর উপহার চাইল ১২ বছরের ছেলে। ছেলের এমন মহৎ ভাবনায় আয়োজন করা হলো চক্ষু পরীক্ষা শিবির। এগিয়ে এলেন এলাকার চিকিৎসকরা।  জন্মদিন মানেই কেক কেটে সারাদিন বন্ধুবান্ধব ও পরিবারের সাথে মজা হৈ-হুল্লোড় জমিয়ে খাওয়া দাওয়া বেশিরভাগ মানুষই এটাই করে থাকেন। তবে তমলুকের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা সনৎ কুমার মাইতি ও দেবশ্রী মাইতির একমাত্র পুত্র স্পন্দন মাইতির জন্মদিনের চিত্রটা ছিল অন্যরকম। সনৎ বাবু কলকাতা মেট্রো রেল এর পাইলট , মা দেবশ্রী মাইতি একটি স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যুক্ত। এই পরিবারের পুত্রের প্রতিবারই জন্মদিনের দিনটা কাটতো বিভিন্ন এলাকায় গিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে। কিন্তু এ বছর পড়াশোনার চাপ ও পরিবারের বিভিন্ন কাজের ফলে সে সুযোগ হয়ে ওঠেনি। তাই ১২ বছরের ছেলে স্পন্দন তার বাবা-মাকে জানায় তার জন্মদিনে কেক না কেটে যদি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির করা যায় তাহলে সেটাই তার কাছে এবারের সবথেকে বড় উপহার হবে । বিভিন্ন এলাকা থেকে পুরুষ ও মহিলা মিলে প্রায় ৩০০ জন মানুষ এদিনে শিবিরে বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা করান। ছেলেকে এই ধরনের উপহার দিতে পেরে খুশি পরিবারে বাবা ও মা।