New Update
/anm-bengali/media/post_banners/o9Hb9P4ONTX60FgvD148.jpg)
নিজস্ব প্রতিনিধি:করা হল একগুচ্ছ প্রগতিশীল নিয়ম যা ড্রোনের জন্য ভারতীয় দৃশ্যপটকে উল্লেখযোগ্যভাবে রূপান্তরিত করবে। বৃহস্পতিবার কেন্দ্র দেশে ড্রোনের ব্যবহারের জন্য নতুন নিয়ম জারি করেছে।
নিয়মশিথিলকরণে বলা হয়েছে, ড্রোন পরিচালনার জন্য কোনও রেজিস্ট্রেশন বা লাইসেন্স ইস্যু করার আগে এখন কোনও সুরক্ষা ছাড়পত্রের প্রয়োজন নেই। ড্রোন পরিচালনার অনুমতির জন্য ফি নামমাত্র স্তরে নামিয়ে আনা হল, নতুন নিয়মে বলা হয়েছে।
পণ্য ডেলিভারির জন্য ড্রোন করিডর তৈরি করা হবে। ড্রোন রুলস ২০২১-এর আওতায় ড্রোনের কভারেজ ৩০০ কিলোগ্রাম থেকে বেড়ে ৫০০ কিলোগ্রাম হয়েছে বলে উল্লেখ করা হয়েছে, যাতে ভারী পেলোড বহনকারী ড্রোন এবং ড্রোন ট্যাক্সি অন্তর্ভুক্ত করা যায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us