/anm-bengali/media/post_banners/K93yfSeqjnGjofzxJAX2.jpg)
সুদীপ ব্যানার্জী, শিলিগুড়িঃ পুজোর আগে এন.এফ রেলওয়ের মাথায় নতুন পালক। পর্যটনের প্রসারে পর্যটকদের জন্য শনিবার থেকে চালু হচ্ছে ভিস্তাডোম স্পেশাল ট্রেন। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে রেলের আধিকারিকরা এই স্পেশাল ট্রেন সম্পর্কে জানান। সপ্তাহে তিনদিন চলবে এই ট্রেন। নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার এবং আলিপুরদুয়ার থেকে নিউ জলপাইগুড়ি চলবে এই ট্রেনটি। নতুন এই ভিস্তাডোম স্পেশাল ট্রেন ঘিরে উৎসদহ পর্যটন ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষদের। প্রতি শুক্র, শনি ও রবিবার চলবে এই ট্রেনটি। নিউ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার স্টেশন ছাড়াও ট্রেনটি মাঝে বেশ কিছু স্টেশনেও স্টপেজ দেবে। ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের উপভোগ করার জন্যই রেলের এই নতুন উদ্যোগ। সাতটি কোচের মধ্যে একটি ভিস্তাডোম কোচ ছাড়াও থাকছে দুটি এসি ও দুটি নন এসি কোচ। আপাতত ভিস্তাডোম কোচ থাকছে একটি। চাহিদা অনুযায়ী আরও ভিস্তাডোম কোচ বাড়ানো হতে পারে বলে জানিৈছেন রেলের আধিকারিকরা। এসি চেয়ার কারে থাকছে ৭০ টি সীট , নন এসি কোচো থাকছে ৯০ টি সীট। ভিস্তাডোম কোচে থাকবে ৪৪ টি সীট। সাধারনত টিকিটের মুল্য থাকবে দুরত্ব অনুযায়ী ১০০ টাকার মধ্যে। এসি চেয়ার কারের টিকিটের মুল্য ৩০০ থেকে ৪০০ টাকা। এছাড়া ভিস্তাডোম কোচের সফরের জন্য নিউজলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার ।অন্যদিকে আলিপুরদুয়ার থেকে নিউজলপাইগুড়ি পর্যন্ত টিকিটের মূল্য ৭৭০ টাকা। ট্রেন চলবে ঘন্টা প্রতি ৩০ কিমি গতিতে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us