New Update
/anm-bengali/media/post_banners/J25cOqdII08tcxVZFwEB.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দীর্ঘ দিন ধরে চলে আসছিল ইস্টবেঙ্গল এবং শ্রী সিমেন্টের মধ্যে সম্পর্কের টালমাটাল। যা এক বিশাল মাত্রায় আলোড়ন তুলেছিল গোটা ফুটবল জগতে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কিছুক্ষণের বৈঠকে মিটে গিয়েছে সেই সমস্যা। চুক্তিবদ্ধ হয়েছে ইস্টবেঙ্গল এবং শ্রী সিমেন্ট। ইস্টবেঙ্গল ক্লাব জুড়ে এখন শুধুই মমতার জয়গান। তবে এই চুক্তির স্থায়িত্ব কত দিনের তা নিয়ে প্রশ্ন উঠছে সমর্থকদের মনে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us