'দুয়ারে সরকার' শিবিরে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ

author-image
Harmeet
New Update
'দুয়ারে সরকার' শিবিরে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ





নিউজ ডেস্ক, পূর্ব মেদিনীপুরঃ
'দুয়ারে সরকার' শিবিরে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে। শিবিরে যাওয়া বিজেপির কয়েকজন নেতাকে তৃণমূল কর্মীরা মারধর করেছে বলেও অভিযোগ। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পূর্ব মেদিনীপুর জেলার এগরা-২ ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের বালিঘাই এলাকায় ও-ই ঘটনা ঘটে। প্রশাসন ও স্থানীয় সূত্রে খবর, বুধবার মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের জন্য বালিঘাই হাইস্কুলে 'দুয়ারে সরকার' শিবির চলাকালীন স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা স্কুলের মধ্যে মাটিতে বসে আমজনতার 'লক্ষ্মীর ভাণ্ডার'- এর ফর্ম পূরণ করে দিচ্ছিলেন। সে সময় স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে ঘটনাস্থলে থাকা বিজেপি নেতা-নেত্রীদের উপরে চড়াও হয়। সেই সঙ্গে স্থানীয় বিজেপি নেতা বাসুদেব দাস, অমলেশ পাহাড়িকে মারধর করা হয় বলে অভিযোগ। তাঁদেরকে (বিজেপি) শিবির থেকে মেরে স্কুলের বাইরে বার করে দেয় স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্যা প্রতিমা গিরি জানান, তৃণমূলের লোকজন আমার উপর চাপ সৃষ্টি করছিল। দুয়ারে সরকার শিবিরে আসা বাসিন্দাদের ফর্ম পূরণে সাহায্য করতে গিয়ে আমাদের দলের নেতা-কর্মীদের হেনস্থা করা হয়। বেশ কয়েকজনকে মারধরও করা হয়। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল। এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ কুমার প্রধান জানিয়েছেন, 'সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন অভিযোগ করছে বিজেপি। সরকারি প্রকল্প সকলের জন্য। রাজনীতির কোনও ব্যাপার নেই।'